Lionel Messi in Kolkata | যুবভারতীতে ভাঙচুর, হতে পারে যাবজ্জীবন কারাদণ্ড! একাধিক ধারায় মামলা রুজু পুলিশের
Saturday, December 13 2025, 3:53 pm
Key Highlightsলিওনেল মেসির উপস্থিতিতে যুবভারতীতে চরম বিশৃঙ্খলা তৈরি হওয়ার পর স্বতঃপ্রণোদিত মামলা রুজু করল পুলিশ।
যুবভারতী কাণ্ডের পর চরম বিশৃঙ্খলার অভিযোগে একাধিক ধারায় মামলা রুজু করেছে পুলিশ। ১৯২ (বিএনএস): বিদ্বেষমূলক ও বেপরোয়া আচরণ করে গণ্ডগোল করার জন্য উস্কানি দেওয়ার চেষ্টা, ৩২৪ (বিএনএস): কেউ যদি অস্ত্র, আগুন, বিষ বা বিস্ফোরক ব্যবহার করে আঘাত করা সহ বিএনএস এর ৩২৬, ১৩২, ১২১, ৪৫, ৪৬ ধারায় মামলা হয়েছে। এমপিও বা মোটর ভেইকলস আইন ও পিডিপিপি আইন (প্রিভেনশন অব ড্যামেড টু পাবলিক প্রপার্টি অ্যাক্ট)এও মামলা দায়ের হয়েছে। ধারা অনুযায়ী দোষীদের দীর্ঘ সময়ের কারাদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ডের শাস্তি হতে পারে।
- Related topics -
- খেলাধুলা
- শহর কলকাতা
- বিধাননগর
- পুলিশ প্রশাসন
- ফুটবল
- ফুটবলার
- ফুটবল লেজেন্ড
- লিওনেল মেসি
- জনস্বার্থ মামলা

