Lionel Messi in Kolkata | যুবভারতীতে ভাঙচুর, হতে পারে যাবজ্জীবন কারাদণ্ড! একাধিক ধারায় মামলা রুজু পুলিশের

Saturday, December 13 2025, 3:53 pm
Lionel Messi in Kolkata | যুবভারতীতে ভাঙচুর, হতে পারে যাবজ্জীবন কারাদণ্ড! একাধিক ধারায় মামলা রুজু পুলিশের
highlightKey Highlights

লিওনেল মেসির উপস্থিতিতে যুবভারতীতে চরম বিশৃঙ্খলা তৈরি হওয়ার পর স্বতঃপ্রণোদিত মামলা রুজু করল পুলিশ।


যুবভারতী কাণ্ডের পর চরম বিশৃঙ্খলার অভিযোগে একাধিক ধারায় মামলা রুজু করেছে পুলিশ। ১৯২ (বিএনএস): বিদ্বেষমূলক ও বেপরোয়া আচরণ করে গণ্ডগোল করার জন্য উস্কানি দেওয়ার চেষ্টা, ৩২৪ (বিএনএস): কেউ যদি অস্ত্র, আগুন, বিষ বা বিস্ফোরক ব্যবহার করে আঘাত করা সহ বিএনএস এর ৩২৬, ১৩২, ১২১, ৪৫, ৪৬ ধারায় মামলা হয়েছে। এমপিও বা মোটর ভেইকলস আইন ও পিডিপিপি আইন (প্রিভেনশন অব ড্যামেড টু পাবলিক প্রপার্টি অ্যাক্ট)এও মামলা দায়ের হয়েছে। ধারা অনুযায়ী দোষীদের দীর্ঘ সময়ের কারাদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ডের শাস্তি হতে পারে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File