Lionel Messi | ভোরেই শহরে পা "ফুটবলের রাজপুত্র" লিওনেল মেসির, এয়ারপোর্টে নেমেছে ভক্তের ঢল

প্রায় ভোর রাতেও মেসিকে স্বাগত জানাতে দমদম বিমানবন্দরে হাজির ছিলেন অসংখ্য ফুটবলপ্রেমী।
শুক্রবার ভোররাতে শহরে পা রাখলেন ফুটবলের রাজপুত্র লিওনেল মেসি। দেড়টা নাগাদ মেসিকে স্বাগত জানাতে দমদম বিমানবন্দরে হাজির ছিলেন অসংখ্য ফুটবলপ্রেমী। নির্ধারিত সময়ের বেশ খানিক্ষণ পর রাত ২.২৬ মিনিট নাগাদ তাঁর বিমান নামে। বিমানবন্দরের সামনে ভারত ও আর্জেন্টিনার পতাকা নিয়ে উচ্ছাসে মাতেন ফ্যানেরা। আজ, ১৩ তারিখ, শনিবার হোটেলে রয়েছে স্পনসরদের সঙ্গে অনুষ্ঠান। সকাল ১০টায় মেসি পৌঁছবেন যুবভারতী ক্রীড়াঙ্গনে। ১০টা ৫০ মিনিটে প্রীতি ম্যাচের প্লেয়ারদের সঙ্গে দেখা করবেন। তাঁর সঙ্গে থাকবেন লুইস সুয়ারেজও।
