প্যানকার্ড না থাকলে বন্ধ ব্যাঙ্ক অ্যাকাউন্ট ! পুরনো আধারের হবে কি সমাধান ?

Wednesday, November 11 2020, 1:38 pm
highlightKey Highlights

ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্যান নম্বর বাধ্যতামূলক। ডিসেম্বরের মধ্যেই কার্যত হবে নতুন নিয়ম। অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বলেছেন তিনি আর কোনও অজুহাত শুনবেন না। এর আগে চলতি বছরের মার্চ পর্যন্ত ছিল সময় কিন্তু লকডাউনের কারণে সীমা বাড়ায় অর্থমন্ত্রক। । কিন্তু , যাঁদের প্যানকার্ড নেই তাঁদের ক্ষেত্রে কি ব্যবস্থা নেওয়া হবে তা এখনো জানা যায়নি । তবে যাদের প্যান নেই তাদের আধার আছে এবং সেটাই তাঁদের একমাত্র জন্ম সালের প্রমাণ কিন্তু প্রথম দিকে যাঁরা আধার করিয়েছেন তাদের আধারে শুধু জন্মসালটাই লেখা আছে। তবে মোবাইল নম্বর আধারে যোগ করা থাকলে। আধার পোর্টালে ঢুকে ই-আধার ডাউনলোড করিয়ে নিলে সমস্যা চুকে যাবে। নতুন পিভিসি কার্ডও তিনি করা যাবে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File