Asansol | নয়াদিল্লির ছায়া বাংলায়, কুম্ভগামী ট্রেনের খবর হতেই দড়ি ছিঁড়ে দৌড়োলেন যাত্রীরা, চরম বিশৃঙ্খলা আসানসোলে
Sunday, February 16 2025, 3:37 pm

মহাকুম্ভের ট্রেনে ওঠার জন্য হুড়োহুড়ি। আসানসোল স্টেশনে চরম বিশৃঙ্খলা। ভিড় সামলাতে গিয়ে বিপাকে রেলপুলিশ।
আগামী ২৬ তারিখ শেষ হচ্ছে এবারের মহাকুম্ভ মেলা। এখনও দেশের বিভিন্ন প্রান্ত থেকে কুম্ভে যাচ্ছেন পুণ্যার্থীরা। গতকাল ভিড়ের চাপে দিল্লির রেল স্টেশনে পদপিষ্ট হয়ে মৃত্যু হয়েছে ১৮ জনের। দিল্লির ছায়া এবার বাংলায়। রবিবার আসানসোল মুম্বই মেল ভায়া প্রয়াগরাজ ট্রেন স্টেশনে পৌঁছতেই হুড়োহুড়ি পড়ে যাত্রীদের মধ্যে। যাতায়াত নিয়ন্ত্রণের দড়ি ছিঁড়ে ট্রেনের দিকে দৌড়ান যাত্রীরা। মুহূর্তে চরম বিশৃঙ্খলা সৃষ্টি হয়। ভিড় সামলাতে বিপাকে পড়ে রেল প্রশাসন। কেউ হতাহত না হলেও অল্পবিস্তর চোট পেয়েছেন সকলেই।
- Related topics -
- রাজ্য
- মহাকুম্ভ
- আসানসোল
- ট্রেন
- লোকাল ট্রেন
- পশ্চিমবঙ্গ