Weather | রোদ-বৃষ্টির খেলা কলকাতায়! বিক্ষিপ্ত বৃষ্টি গোটা দক্ষিণবঙ্গে! আগামীকাল থেকে কমবে বৃষ্টির সম্ভাবনা!

Thursday, December 21 2023, 2:33 pm
highlightKey Highlights

আবহাওয়ার খামখেয়ালিপনা দেখা যাবে আজ কলকাতায়। গোটাদিন হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা কলকাতা-সহ গোটা দক্ষিণবঙ্গে। ২০ তারিখ থেকে কমতে চলেছে বৃষ্টির সম্ভাবনা।


সকাল থেকে কখনো মেঘলা আকাশ কখনো বৃষ্টি আবার কখনো রোদ। আজ শুক্রবার গোটা দিনই দেখা যাবে আবহাওয়ার খামখেয়ালিপনা। আবহাওয়া  দফতর সূত্রে খবর, এদিন ঘন্টায় ঘন্টায় বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে কলকাতা শহর প্রায় গোটা দক্ষিণবঙ্গে। তবে আগামীকাল থেকেই আবার কমবে বৃষ্টির সম্ভাবনা।

 শুক্রবার গোটা দিনই দেখা যাবে আবহাওয়ার খামখেয়ালিপনা
 শুক্রবার গোটা দিনই দেখা যাবে আবহাওয়ার খামখেয়ালিপনা

দক্ষিণবঙ্গের আবহাওয়া | Weather in South Bengal: 

আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, এদিন দক্ষিণবঙ্গের অধিকাংশই জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দুই ২৪ পরগনা (24 Parganas), দুই মেদিনীপুর (Medinipur), হাওড়া (Howrah), হুগলি (Hooghly), পুরুলিয়া (Purulia), বাঁকুড়া (Bankura), ঝাড়গ্রাম (Jhargram), দুই বর্ধমান (Burdwan), বীরভূম (Birbhum), মুর্শিদাবাদ (Murshidabad), নদীয়ায় (Nadia) হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা। দক্ষিণবঙ্গের বেশ কিছু অংশে বজ্রবিদ্যুৎ - সহ বৃষ্টিপাত হওয়ারও পূর্বাভাস রয়েছে। জানা গিয়েছে, বেশি বৃষ্টি হতে পারে পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনায়। উপকূলবর্তী এলাকাগুলিতেও বেশ ভালই বর্ষণ হওয়ার সম্ভাবনা রয়েছে। 

দক্ষিণবঙ্গের অধিকাংশই জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা
দক্ষিণবঙ্গের অধিকাংশই জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা

কলকাতার আবহাওয়া | Weather in Kolkata :

এদিন সকাল থেকেই মাঝের মধ্যে কালো মেঘে ঢাকছে তিলোত্তমার আকাশ। আবার কিছুক্ষণ পরেই ঝিরিঝিরি বৃষ্টিতে ভিজছে শহর। বৃষ্টি থামলেই মেঘ কাটিয়ে দেখা যাচ্ছে নীল আকাশ, উজ্জ্বল রোদ। আবহাওয়াবিদরা জানাচ্ছেন, আজ সারাদিনই এরকম আবহাওয়াই থাকবে কলকাতায়। আংশিক মেঘলা আকাশ ও বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে। শহরে আপাতত বেশ কিছুদিন ভারী বৃষ্টির সম্ভাবনা নেই বলেই জানা গিয়েছে।

আংশিক মেঘলা আকাশ ও বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে কলকাতায়
আংশিক মেঘলা আকাশ ও বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে কলকাতায়

তবে গত কয়েকদিন ধরে প্রায় রোজই হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি হলেও কলকাতায় তাপমাত্রার তেমন হেরফের হয়নি। আদ্রতাজনিত অসস্তি বজায় রয়েছে। কমছেনা তাপমাত্রার পারদও। এদিন সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.৬ ডিগ্রি সেলিয়াস, যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি বেশি। আপেক্ষিক আর্দ্রতা পরিমাণ ৯২ শতাংশ। গত ২৪ ঘন্টায় শহরে বৃষ্টি  হয়েছে ৯মিলিমিটার।

গত ২৪ ঘন্টায় শহরে বৃষ্টি  হয়েছে ৯মিলিমিটার
গত ২৪ ঘন্টায় শহরে বৃষ্টি হয়েছে ৯মিলিমিটার

উত্তরবঙ্গের আবহাওয়া | Weather in North Bengal : 

বর্ষার প্রবেশের পর থেকে বেশ কয়েকদিন ভারী বৃষ্টিপাত হয়েছে উত্তরবঙ্গে। পাহাড়ের বেশ কয়েক জায়গায় প্রবল বৃষ্টির জন্য সৃষ্টি হয়েছিল বন্যা পরিস্থিতি। নেমেছিল ধসও। তবে বর্তমানে আগামী বেশ কিছুদিন ভারী বৃষ্টির সম্ভাবনা নেই উত্তরে। হাওয়া অফিস সূত্রে জানা গিয়েছে, আগামী কয়েকদিন হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং (Darjeeling), কালিম্পং (Darjeeling), আলিপুরদুয়ার (Alipurduar), কোচবিহার (Cooch Behar), জলপাইগুড়িতে (Jalpaiguri)। আজ অর্থাৎ শুক্রবার থেকে উত্তরে বৃষ্টির কমার কথা। তবে নয়া সপ্তাহ থেকে অর্থাৎ সোমবার থেকেই ফের বৃষ্টি বাড়তে পারে উত্তরবঙ্গে। 

 আগামী বেশ কিছুদিন ভারী বৃষ্টির সম্ভাবনা নেই উত্তরে
 আগামী বেশ কিছুদিন ভারী বৃষ্টির সম্ভাবনা নেই উত্তরে

আবহাওয়া দফতর সূত্রে খবর, আজ থেকেই কলকাতায় বৃষ্টির পরিমাণ কমবে। এদিন গোটা দিন জুড়েই বিক্ষিপ্ত বৃষ্টি হবে বলে খবর। তবে আগামী ২০ আগষ্ট থেকে শহরে বৃষ্টির পরিমাণ আরও কিছুটা কমতে পারে বলে জানা গিয়েছে। তবে এতে তাপমাত্রার বিশেষ কিছু পরিবর্তন হবে না। 

উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে বর্তমানে তৈরি হয়েছে এক নিম্নচাপ
উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে বর্তমানে তৈরি হয়েছে এক নিম্নচাপ

অন্যদিকে, উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে বর্তমানে তৈরি হয়েছে এক নিম্নচাপ। যার অভিমুখ ওড়িশার (Odisha) দিকে। এর প্রভাবে আগামী তিনদিন ভারী বৃষ্টি হতে পারে উত্তর ওড়িশা ও উত্তর ছত্তিশগড়ে (North Chhattisgarh)। এছাড়াও, মৌসুমী অক্ষরেখা অবস্থান করেছে হিমালয়ের পাদদেশ সংলগ্ন এলাকায়। যা গোরক্ষপুর (Gorakhpur), পটনা (Patna) থেকে দক্ষিণবঙ্গের বাঁকুড়া হয়ে উত্তর পশ্চিম বঙ্গোপসাগরের নিম্নচাপ এলাকা পর্যন্ত বিস্তৃত। 




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File