Rajiv Ghai | পদোন্নতি হল লেফটেন্যান্ট জেনারেল রাজীব ঘাইয়ের! তাঁকে ফোন করেই সংঘর্ষবিরতি অনুরোধ করেছিল পাকিস্তান!

Tuesday, June 10 2025, 6:16 am
Rajiv Ghai | পদোন্নতি হল লেফটেন্যান্ট জেনারেল রাজীব ঘাইয়ের! তাঁকে ফোন করেই সংঘর্ষবিরতি অনুরোধ করেছিল পাকিস্তান!
highlightKey Highlights

লেফটেন্যান্ট জেনারেল রাজীব ঘাইয়ের পদোন্নতি হল। লেফটেন্যান্ট জেনারেল ঘাইকে ডেপুটি চিফ অফ আর্মি স্টাফ (স্ট্র্যাটেজি) পদে বসানো হয়েছে।


অপারেশন সিঁদুরের পর ভারত পাক সংঘর্ষের সময় তাঁর কাছেই ফোন করে সংঘর্ষবিরতি অনুরোধ করেছিল ইসলামাবাদ। সেই লেফটেন্যান্ট জেনারেল রাজীব ঘাইয়ের পদোন্নতি  হল। লেফটেন্যান্ট জেনারেল ঘাইকে ডেপুটি চিফ অফ আর্মি স্টাফ (স্ট্র্যাটেজি) পদে বসানো হয়েছে। উল্লেখ্য, এই পদ তুলনামূলকভাবে নতুন। ভারতীয় সেনার অপারেশনস এবং ইনটেলিজেন্স ডিরেক্টরেট সহ বিভিন্ন শাখার দেখভালের দায়িত্ব থাকবে লেফটেন্যান্ট জেনারেল ঘাইয়ের উপরে। তবে আগের মতো ভারতের ডিরেক্টর জেনারেল অফ মিলিটারি অপারেশনের (DGMO) দায়িত্বও সামলাবেন তিনি।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File