Expired Medicine | মেয়াদ উত্তীর্ণ ওষুধ রাখার অভিযোগে সরকারি হাসপাতালে বাতিল সংস্থার লাইসেন্স
Saturday, April 5 2025, 3:21 am

সরকারি হাসপাতালে ওষুধ সরবরাহকারী সংস্থার লাইসেন্স বাতিল। ওষুধের গুণমান নিয়ে প্রশ্নের জেরে লাইসেন্স বাতিল লোকনাথ মেডিক্যালের।
সম্প্রতি এক সরকারি হাসপাতাল পরিদর্শনের সময় রেফ্রিজারেটরে মেয়াদ উত্তীর্ণ ওষুধ পাওয়া যায়। বেশ কয়েকটি জীবনদায়ী ওষুধ যা ২ থেকে ৮ ডিগ্রি সেন্টিগ্রেডে সংরক্ষণ করে রাখার কথা, সেগুলো বাইরের তাপমাত্রায় রাখা ছিল। এছাড়াও একাধিক ওষুধের পারচেজ বিলও দেখতে পারেনি সংস্থা। আর এরপরই লোকনাথ মেডিক্যালের লাইসেন্স বাতিল করা হয়। উল্লেখ্য, এর আগেও লোকনাথ মেডিক্যালের সরবরাহ করা ইঞ্জেকশনের গুণমান নিয়ে প্রশ্ন তুলেছিল এনআরএস। এ বিষয়ে স্বাস্থ্য ভবনের দ্বারস্থও হয়েছিলেন এনআরএস কর্তৃপক্ষ।