যুগের সাথে তাল মিলিয়ে লঞ্চ হল রাষ্ট্রায়ত্ত বিমা সংস্থার প্রথম অ্যাপ "LIC ANANDA App" !

Monday, November 23 2020, 6:24 am
যুগের সাথে তাল মিলিয়ে লঞ্চ হল রাষ্ট্রায়ত্ত বিমা সংস্থার প্রথম অ্যাপ "LIC ANANDA App" !
highlightKey Highlights

কোভিড আবহকালীন সামাজিক দূরত্ব বজায় রেখে জোর দেওয়া হয়েছিল 'ডিজিটাল ইন্ডিয়া'-র ওপর। এই মুহূর্তে দেশের বৃহত্তম বিমা সংস্থা এলআইসি প্রযুক্তিগত বিপ্লবের সাথে তাল মিলিয়ে সম্প্রতি লঞ্চ করল "LIC ANANDA App"। ANANDA' অ্যাপের পোশাকি নাম 'Atma Nirbhar Agents NewBusiness Digital Application'। এজেন্ট এবং বিমাকারী উভয়ই উপকৃত হবে, প্রয়োজন হবে না মুখোমুখি সাক্ষ্যাতের। আধার ভিত্তিক ই-অথেনটিকেশনের সাহায্যে KYC প্রক্রিয়া সম্ভব। ডিজিটাল প্রক্রিয়ায় গ্রাহক যেকোনো স্থান থেকে তাঁর পছন্দ মতন বীমা কিনতে পারবেন।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File