Liam Payne | হোটেলের বারান্দা থেকে পড়ে মৃত্যু ওয়ান ডিরেকশনের খ্যাতনামা গায়ক লিয়াম পেইনের

Thursday, October 17 2024, 4:12 am
highlightKey Highlights

ওয়ান ডিরেকশনের লিয়াম পেইন আর্জেন্টিনার হোটেল থেকে পড়ে মারা যান, ৩১ বছর বয়সে।


বিশ্বখ্যাত গায়কের মৃত্যু! হোটেলের বারান্দা থেকে পড়ে মৃত্যু হল ওয়ান ডিরেকশনের খ্যাতনামা গায়ক লিয়াম পেইনের। সূত্রে খবর, বুধবার আর্জেন্টিনায় হোটেলের তৃতীয় তলায় নিজের ঘর থেকে পড়ে যান লিয়াম। সেখানেই মৃত্যু হয় ৩১ বছরের গায়কের। ২০১০ সালে তরুণ প্রজন্মের বুকে ঝড় তুলেছিল জনপ্রিয় ইংলিশ আইরিশ ব্যান্ড ওয়ান ডিরেকশন। এই ব্যান্ডেরই সদস্য ছিলেন লিয়াম। লিয়ামের আকস্মিক মৃত্যু মেনে নিতে পারছেন না অনুরাগীরা। লিয়াম নেশার আসক্তিতে ভুগছিলেন এবং দীর্ঘদিন কাটিয়েছেন নেশামুক্তি কেন্দ্রে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File