UN Chief Visit BAN | একাধিক ইস্যুতে ইউনুসকে চিঠি রাষ্ট্রসংঘের! মার্চ মাসেই বাংলাদেশ যাচ্ছেন রাষ্ট্রসংঘের মহাসচিব!

Wednesday, February 26 2025, 12:35 pm
highlightKey Highlights

রোহিঙ্গা সংকট থেকে শুরু করে মায়ানমারের রাখাইন প্রদেশের পরিস্থিতি সহ একাধিক ইস্যুতে উদ্বেগ প্রকাশ করে বাংলাদেশের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুসকে চিঠি দিলেন রাষ্ট্রসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস।


রোহিঙ্গা সংকট থেকে শুরু করে মায়ানমারের রাখাইন প্রদেশের পরিস্থিতি সহ একাধিক ইস্যুতে উদ্বেগ প্রকাশ করে বাংলাদেশের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুসকে চিঠি দিলেন রাষ্ট্রসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। পাশাপাশি জানানো হয়েছে, আগামী ১৩ মার্চই বাংলাদেশে পা রাখতে চলেছেন গুতেরেস। প্রসঙ্গত, জানুয়ারি মাসেই চট্টগ্রামের পার্বত্য অঞ্চলে অনুপ্রবেশ করেছিল মায়ানমার সেনার ১২ জন সদস্য। এই আবহে রাষ্ট্রসংঘের প্রধান জানান, মায়ানমার পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আসিয়ান এবং আঞ্চলিক গোষ্ঠীগুলির সঙ্গে কাজ জারি রাখবেন তাঁর বিশেষ দূত।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File