R G Kar | 'শুভ বুদ্ধির উদয় হোক, স্নায়ুযুদ্ধ শেষ হোক', মুখ্যমন্ত্রীর সঙ্গে জুনিয়র ডাক্তারদের বৈঠক নিয়ে বললেন 'তিলোত্তমা'র বাবা
Monday, September 16 2024, 10:43 am
Key Highlightsআজও বৈঠকের আহ্বান জানিয়েছে রাজ্য সরকার। বিকেল ৫টায় কালীঘাটে বৈঠক হওয়ার কথা। জুনিয়র ডাক্তাররা সেই বৈঠকে যাবেন বলে খবর।
মুখ্যমন্ত্রীর সঙ্গে জুনিয়র ডাক্তারদের বৈঠক নিয়ে মুখ খুললেন 'তিলোত্তমা'র বাবা। ১২ সেপ্টেম্বর থেকে মিটিং হচ্ছে হবে চলছে। আজও বৈঠকের আহ্বান জানিয়েছে রাজ্য সরকার। বিকেল ৫টায় কালীঘাটে বৈঠক হওয়ার কথা। জুনিয়র ডাক্তাররা সেই বৈঠকে যাবেন বলে খবর। এই প্রসঙ্গে তিলোত্তমার বাবার বলেন, “দুই পক্ষেরই শুভবুদ্ধির উদয় হোক। এই যে স্নায়ুযুদ্ধ চলছে তা শেষ হোক। বাচ্চাগুলো আমার সন্তানের মতোই। আমাদের পাশে দাঁড়িয়ে ওরা এত কষ্ট করছে। স্বচ্ছতার সঙ্গে আলোচনায় বসে মুখ্যমন্ত্রী সমাধান করে নিন।”
- Related topics -
- আর জি কর কান্ড
- আর জি কর মেডিক্যাল কলেজ হাসপাতাল
- শহর কলকাতা
- ক্রাইম

