ক্রাইমডব্লিউসিসিবি-এর সাহায্যে শহরের বুকে টালিগঞ্জে চিতাবাঘের চামড়া বিক্রি করতে গিয়ে ধৃত ২!
পশ্চিমবঙ্গ বন দফতরের বন্যপ্রাণ অপরাধ দমন শাখার পূর্বাঞ্চলীয় অধিকর্তা অগ্নি মিত্র জানিয়েছেন, গোপন সূত্রে খবর পেয়ে তাঁদের তদন্তকারীরা ক্রেতা হিসেবে টালিগঞ্জ এলাকার একটি বাড়িতে হানা দেন। সেখান থেকে পূর্ণবয়স্ক একটি চিতাবাঘের চামড়া উদ্ধার করেছে ডব্লিউসিসিবি। সোমবার সকালে টালিগঞ্জ আইটিআই-র সামনে গ্রেফতার করা হয় শঙ্কর মাহাতো এবং পিন্টু মাহাতো নামে দুজনকে, সম্পর্কে তাঁরা দুই ভাই; বাজেয়াপ্ত করা হয়েছে তাদের মোটরবাইক। বন্যপ্রাণ সংরক্ষণ আইনে মামলা রুজু করা হয়েছে তাদের নামে এবং আন্তঃরাজ্য বন্যপ্রাণ পাচারচক্রের যোগাযোগ থাকতে পারে বলে প্রাথমিক তদন্তের ধারণা।