দার্জিলিংয়ে প্রাণ বাঁচাতে গুলি চিতাবাঘকে, লেপার্ড হামলায় জখম ৪

Thursday, December 17 2020, 8:52 am
দার্জিলিংয়ে প্রাণ বাঁচাতে গুলি চিতাবাঘকে, লেপার্ড হামলায় জখম ৪
highlightKey Highlights

গঙ্গারামপুর চা বাগানে থেকে পালিয়ে যাওয়ার পর বুধবার বাগডোগরা পুলিশ স্টেশনের কাছে রাঙাপানি ক্যানসার হাসপাতালের পিছনের একটি লোকালয়ে আশ্রয় নিয়েছিল লেপার্ডটি। সেখানে লেপার্ডের হামলায় এক বৃদ্ধসহ ৪ জন গুরুতর জখম হয়। এরপর বনদফতরে খবর দেওয়া হলে তাঁদের ৩ টি দল এসে খাঁচায় লেপার্ডটিকে ধরার চেষ্টা করলে বনকর্মীদের ওপর হামলা করে লেপার্ডটি। অবশেষে নিজেদের প্রাণ বাঁচাতে গুলি করা হয় চিতাবাঘটিকে, সেখানেই মৃত্যুর কোলে লুটিয়ে পড়ে সেটি। আপাতত দেহ ময়নাতদন্তের জন্য নিয়ে যাওয়া হয়েছে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File