শহর কলকাতা

Jadavpur | গাঙ্গুলিবাগানে ধর্মঘটকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে বামেদের ধস্তাধস্তি! আটক সৃজন-সহ ১৯ জন!

Jadavpur | গাঙ্গুলিবাগানে ধর্মঘটকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে বামেদের ধস্তাধস্তি! আটক সৃজন-সহ ১৯ জন!
Key Highlights

বাম সমর্থকদের সঙ্গে পুলিশের ধুন্ধমার পরিস্থিতি যাদবপুরের গাঙ্গুলিবাগানে।

বেকারত্বের বিরুদ্ধে ধর্মঘটের ডাক দিয়েছে বাম শিবির। আর সেই নিয়ে বাম সমর্থকদের সঙ্গে পুলিশের ধুন্ধমার পরিস্থিতি যাদবপুরের গাঙ্গুলিবাগানে। পুলিশের সঙ্গে হাতাহাতিতে জড়ালেন SFI এর সর্বভারতীয় সাধারণ সম্পাদক সৃজন ভট্টাচার্য। এদিন সকালেই যাদবপুর থেকে সৃজন ভট্টাচার্যের নেতৃত্বে শুরু হয় মিছিল। কিন্তু বামেদের মিছিল গাঙ্গুলিবাগান এলাকায় আটকায় পুলিশ। তখনই সৃজনের সঙ্গে শুরু হয় পুলিশের কথাকাটাকাটি। পরিস্থিতি ধস্তাধস্তিতে পৌঁছয়। এরপর ঘটনাস্থলে যান ডিসি, এসএসডি বিদিশা কলিতা। আটক করা হয় সৃজন সহ ১৯ জনকে।