ক্রীড়া ও যুব কল্যাণ দফতরের প্রতিমন্ত্রী পদ থেকে ইস্তফা প্রাক্তন ক্রিকেটার লক্ষ্মীরতন শুক্লার
Tuesday, January 5 2021, 12:18 pm
Key Highlightsভারতীয় দলের প্রাক্তন ক্রিকেটার লক্ষ্মীরতন শুক্লা ক্রীড়া ও যুব কল্যাণ দফতরের প্রতিমন্ত্রী পদ থেকে ইস্তফা দিয়েছেন। তিনি জানিয়েছেন মন্ত্রিত্ব ছেড়ে দিলেও বিধায়ক পদে পূর্ণ মেয়াদেই থাকতে চান। তাঁর পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি কোনো অসুবিধের কারণ কখনও কাওকে জানাননি। তাঁকে নিয়ে কারোর কোনো সমস্যা ছিল কিনা তা এবার খতিয়ে দেখবে দলের অভ্যন্তরীণ বিভাগ। তিনি শুধু মন্ত্রী ছিলেন না, এর পাশাপাশি উত্তর হাওড়ার বিধায়ক ও তিনি।
- Related topics -
- সেলিব্রিটি
- লক্ষ্মীরতন শুক্লা
- ক্রিকেটার
- রাজনীতি

