Laurene Jobs in Mahakumbh | মহাকুম্ভ মেলায় পুণ্যস্নান সারবেন স্টিভ জবসের স্ত্রী লরেন পাওয়েল! তাঁর আগে পেলেন হিন্দু নামও
শনিবার কৈলাসনন্দ গিরি মহারাজের সঙ্গে কাশী বিশ্বনাথ মন্দিরে গিয়েছিলেন লরেন পাওয়েল।
মহাকুম্ভ মেলায় যোগ দিতে দেশ বিদেশ থেকে অগুণতি মানুষ ভিড় করছেন প্রয়াগরাজে। এই তালিকায় যেমন আছেন মহারাজ, সন্নাসীরা, তেমনই আছেন Appleর স্বর্গীয় কর্মকর্তা স্টিভ জবসের স্ত্রী লরেন পাওয়েলের মতো মানুষও! পুণ্যস্নান করবেন তিনি। তবে তার আগে নামবদল হলো স্টিভ জবসের স্ত্রীয়ের। শনিবার কৈলাসনন্দ গিরি মহারাজের সঙ্গে কাশী বিশ্বনাথ মন্দিরে গিয়েছিলেন লরেন পাওয়েল। সেখানে গিয়েই নতুন নাম পান স্টিভ জবসের স্ত্রী। হিন্দুরীতি মেনে তাঁর নাম হয় ‘কমলা’। আপাতত মহাকুম্ভের অস্থায়ী আশ্রয়স্থলেই রয়েছেন লরেন পাওয়েল।