দেশ

Aurangzeb Tomb | আওরঙ্গজেবের সমাধির সুরক্ষা নিশ্চিত করতে রাষ্ট্রপুঞ্জকে চিঠি লিখলেন ‘মুঘল বংশধর’!

Aurangzeb Tomb | আওরঙ্গজেবের সমাধির সুরক্ষা নিশ্চিত করতে রাষ্ট্রপুঞ্জকে চিঠি লিখলেন ‘মুঘল বংশধর’!
Key Highlights

আওরঙ্গজেবের সমাধির সুরক্ষা নিশ্চিত করার দাবি জানিয়ে রাষ্ট্রপুঞ্জের মহাসচিব আন্তোনিও গুতেরেসের কাছে চিঠি লিখলেন ইয়াকুব হাবিবুদ্দিন তুসি।

সম্প্রতি মহারাষ্ট্রের সম্ভাজিনগর জেলার খুলদাবাদে অবস্থিত মুঘল সম্রাট আওরঙ্গজেবের সমাধি অপসারণের দাবিতে উত্তপ্ত হয়ে ওঠে নাগপুর। এবার আওরঙ্গজেবের সমাধির সুরক্ষা নিশ্চিত করার দাবি জানিয়ে রাষ্ট্রপুঞ্জের মহাসচিব আন্তোনিও গুতেরেসের কাছে চিঠি লিখলেন ইয়াকুব হাবিবুদ্দিন তুসি। নিজেকে শেষ মুঘল সম্রাট বাহাদুর শাহ জাফরের বংশধর বলে দাবি করা ইয়াকুব জানান, আওরঙ্গজেবের সমাধিস্থল 'জাতীয় গুরুত্বের স্মৃতিস্তম্ভ’। পাশাপাশি সমাধিস্থলটি রক্ষার জন্য নিরাপত্তা কর্মীদের মোতায়েন করার দাবিও জানিয়েছেন তিনি।