Jammu Kashmir Landslide | ধসের কবলে জম্মু কাশ্মীর, উধমপুরে ভেঙে পড়লো হোটেল ও দোকান

রবিবার উধমপুর এলাকায় ধসে বেশ কিছু হোটেল ও দোকান ভেঙে পড়েছে বলে সরকারি সূত্রে জানা গিয়েছে।
ফের ধসের জেরে বিপর্যস্ত জম্মু কাশ্মীর। সংবাদ সংস্থা পিটিআই সূত্রে খবর, রবিবার সকাল সাড়ে এগারোটা নাগাদ উধমপুর জেলার সোমরোলি এলাকার নারসু বাজারে আচমকাই ধস নামে। ধসে পরে যায় সদ্য খোলা একটি হোটেল, বেশ কয়েকটি দোকান এবং বেশ কিছু বাড়ি। ব্যাপক ক্ষতি হয়েছে শ্রীনগর জাতীয় সড়কের একাংশেরও। সোমরোলি জাতীয় সড়কের ঠিক পাশেই ধস নামে ওই জাতীয় সড়কেরও ক্ষতি হয়েছে বলে সরকারি সূত্রে খবর। তবে এখনও অবধি কোনো হতাহতের খবর মেলেনি। প্রশাসনের সঙ্গে উদ্ধারকাজে হাত লাগিয়েছেন স্থানীয় বাসিন্দারা।
- Related topics -
- দেশ
- জম্মু-কাশ্মীর
- জম্মু কাশ্মীর সরকার
- ভূমিধস
- আহত
- ভারত