Vaishno Devi | বৈষ্ণোদেবী মন্দির যাওয়ার পথে ধস, একাধিক পুণ্যার্থীর মৃত্যুর আশঙ্কা
Monday, September 2 2024, 10:35 am
Key Highlightsজম্মু ও কাশ্মীরের বৈষ্ণোদেবী মন্দিরের পথে ধস, নিহত ১, আহত ১, উদ্ধারকাজ চলছে।
বৈষ্ণোদেবী মন্দির যাওয়ার পথে ভূমিধস! সূত্রের খবর, এখনও পর্যন্ত ১জন পুণ্যার্থীর মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। তবে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা। অনেকে ধসের স্তূপের নীচে আটকে থাকতে পারে বলেও মনে করা হচ্ছে। স্থানীয় সূত্রে খবর, দুপুর ২টো ৩৫মিনিট নাগাদ বৈষ্ণোদেবী মন্দির যাওয়ার পথের ভাওয়ান থেকে ৩ কিলোমিটার দূরে পাঞ্চী এলাকায় এই ধস নামে। ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছে শ্রী মাতা বৈষ্ণোদেবী শ্রিন বোর্ডের দুর্যোগ মোকাবিলা দলের সদস্যেরা। শুরু হয়েছে উদ্ধারকাজ।

