টানা বৃষ্টির ফলে কার্শিয়ঙে ধস, সড়ক পথে যোগাযোগ বিচ্ছিন্ন দার্জিলিং-শিলিগুড়ির
Thursday, December 21 2023, 2:33 pm
Key Highlightsকার্শিয়ঙের তিনধরিয়ায় গেইরিগাঁও এলাকায় ৫৫ নম্বর জাতীয় সড়কে ধস নামে । জানা যাচ্ছে, বৃহস্পতিবার সন্ধ্যা থেকেই উত্তরবঙ্গের ওই এলাকায় প্রবল বৃষ্টি হয়, সেই লাগাতার বৃষ্টির জেরেই এই ধস নেমেছে। ধসের কারণে সড়ক পথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে শিলিগুড়ির সঙ্গে দার্জিলিঙের। রোহিণী হয়ে কার্শিয়ং ও দার্জিলিঙে ঘুরপথে পৌঁছতে হচ্ছে গাড়িগুলিকে। এছাড়াও ক্ষতিগ্রস্ত হয়েছে টয়ট্রেনের লাইনও। যুদ্ধকালীন তৎপরতার কারণে দ্রুত চলছে মেরামতির কাজ।