Wayanad Land Slide | পাহাড়ে ধস ও প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত কেরলের ওয়েনাডে! মৃত অন্তত ৪০, আটকে রয়েছেন শতাধিক মানুষ
Tuesday, July 30 2024, 6:54 am
Key Highlightsপাহাড়ে ধস নেমে ভয়াবহ পরিস্থিতি কেরলের ওয়েনাডেতে। মৃত্যু হয়েছে অন্তত ৪০ জনের।
পাহাড়ে ধস নেমে ভয়াবহ পরিস্থিতি কেরলের ওয়েনাডেতে। মৃত্যু হয়েছে অন্তত ৪০ জনের। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা। ধসের জেরে আটকে রয়েছেন শতাধিক মানুষ। প্রবল বৃষ্টির মধ্যেই চলছে উদ্ধারকাজ। দুর্গম পার্বত্য অঞ্চল থেকে একে একে বের করে নিয়ে আসা হচ্ছে আটকে পড়া মানুষজনকে। এদিকে স্বাস্থ্য দফতরের তরফে একটি কন্ট্রোল রুম খলা হয়েছে। দুটি নম্বর চালু করা হয়েছে, যেগুলিতে যোগাযোগ করে খোঁজ নেওয়া যাবে। নম্বর দুটি হল- ৯৬৫৬৯৩৮৬৮৯ ও ৮০৮৬০১০৮৩৩।
- Related topics -
- কেরল
- ভূমিধস
- বৃষ্টিপাত
- প্রাকৃতিক দুর্যোগ
- জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী

