Olympic 2036 | শুরু ২০৩৬ অলিম্পিক আয়োজনের প্রস্তুতি! ব্যবহার করা হবে ধর্ষণে দোষী সাব্যস্ত আশারাম বাপুর আশ্রমের জমি!

২০৩৬ সালের অলিম্পিকের পরিকাঠামো তৈরি করতে ব্যবহার হতে পারে ২০১৩ সালে একটি ধর্ষণের ঘটনায় দোষী সাব্যস্ত আশারাম বাপুর আশ্রমের জমি।
২০৩৬ অলিম্পিক আয়োজন করতে মরিয়া হয়ে উঠেছে ভারত। এরই মধ্যে খবর, ২০৩৬ সালের অলিম্পিকের পরিকাঠামো তৈরি করতে ব্যবহার হতে পারে ২০১৩ সালে একটি ধর্ষণের ঘটনায় দোষী সাব্যস্ত আশারাম বাপুর আশ্রমের জমি। সূত্রের খবর, ভূপেন্দ্র প্যাটেলের নেতৃত্বাধীন গুজরাট সরকার আহমেদাবাদে ৬৫০ একর জমিতে অলিম্পিক ভিলেজ গড়ে তোলা হতে পারে। জানা গিয়েছে, আশারাম আশ্রম, ভারতীয় সেবা সমাজ এবং সদাশিব প্রজ্ঞা মণ্ডল এই তিনটি আশ্রমের জমি সরকার অধিগ্রহণ করতে চলেছে।