আন্তর্জাতিক

Lalit Modi | 'গ্রেফতারি আটকাতে নাগরিকত্ব ছাড়ছেন 'ললিত মোদি', ফেরাচ্ছেন ভারতীয় পাসপোর্ট

Lalit Modi | 'গ্রেফতারি আটকাতে নাগরিকত্ব ছাড়ছেন 'ললিত মোদি', ফেরাচ্ছেন ভারতীয় পাসপোর্ট
Key Highlights

বিদেশমন্ত্রকের তরফে শুক্রবার জানানো হয়েছে, ললিত মোদি ভারতের পাসপোর্ট ছাড়তে চান। অর্থাৎ এ দেশের নাগরিকত্ব আর রাখতে চাইছেন না পলাতক ব্যবসায়ী।

ভারতীয় নাগরিকত্ব ছাড়তে চাইছে প্রাক্তন আইপিএল কমিশনার ললিত মোদি। ২০১০ সালে আর্থিক তছরুপ মামলায় অভিযুক্ত হতেই ভারত ছেড়ে ব্রিটেন পালিয়েছিলেন ললিত। তাঁকে প্রত্যর্পণের চেষ্টা করছিলো ইন্টারপোল এবং ইডি। এরই মধ্যে বিদেশমন্ত্রকের তরফে শুক্রবার জানানো হলো, ভারতের পাসপোর্ট ছাড়তে চেয়ে লন্ডনের ভারতীয় দূতাবাসে আবেদন জানিয়েছেন তিনি। সূত্রের খবর, ললিত প্রশান্ত মহাসাগরের দ্বীপরাষ্ট্র ভানুয়াতুর নাগরিকত্ব পেয়েছেন। এই দ্বীপপুঞ্জের সাথে ভারতের প্রত্যার্পণ চুক্তি না থাকায় ভারতীয় আইনে দোষী সাব্যস্ত হলেও ধরা যাবেনা তাঁকে।