Drone | মহানগরীর আকাশে ওড়া ড্রোনগুলি উচ্চ ক্ষমতাসম্পন্ন!- তদন্তে লালবাজার

Friday, May 23 2025, 3:50 am
highlightKey Highlights

অন্ধকারে শহরের আকাশে উড়েছিল শক্তিশালী ড্রোন। মাটি থেকে উড়ানের উচ্চতা ও ‘ফ্লাই টাইম’ বা ওড়ার সময় দেখে এমনই ধারণা পুলিশের।


সোমবার রাতে মহানগরীর বন্দর এলাকা থেকে হেস্টিংস, ময়দান, ভিক্টোরিয়া হয়ে জওহরলাল নেহেরু রোডের দু’টি বহুতলের উপর ঘুরতে দেখা যায় মোট সাতটি ড্রোনকে। এরপর ৫টি ড্রোন পূর্ব ও ২টি উত্তরদিকে চলে যায়। এই অজ্ঞাতপরিচয় অনুমতিহীন ড্রোন নিয়েই ঘনাচ্ছে সন্দেহ। লালবাজারের মতে ড্রোনগুলি অতি উচ্চ ক্ষমতাসম্পন্ন। কারণ সোমবার অন্তত ২৫ মিনিট ধরে ড্রোনগুলি আকাশে উড়তে দেখা গিয়েছে। আরও অন্তত ১৫ থেকে ২০ মিনিট সেগুলো আকাশে ছিল বলে অনুমান। আন্দাজ করা যায় ড্রোনের ব‌্যাটারি ক্ষমতা অত‌্যন্ত বেশি। তদন্তে নেমেছে লালবাজার।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File