Lalbazar । আরজিকর কাণ্ডের পর নড়লো টনক! সব হাসপাতাল, হোমে সিসিটিভি ১৫ দিন পরপর খতিয়ে দেখার নির্দেশ

Wednesday, August 14 2024, 6:14 am
Lalbazar । আরজিকর কাণ্ডের পর নড়লো টনক! সব হাসপাতাল, হোমে সিসিটিভি ১৫ দিন পরপর খতিয়ে দেখার নির্দেশ
highlightKey Highlights

সমস্ত হাসপাতাল, হোমের সিসিটিভি নির্দিষ্ট সময় অন্তর অন্তর খতিয়ে দেখতে হবে।


আরজিকর হাসপাতালে চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনার পর তৎপর প্রশাসন। সমস্ত হাসপাতাল, হোমের সিসিটিভি নির্দিষ্ট সময় অন্তর অন্তর খতিয়ে দেখতে হবে। লালবাজারের তরফে নির্দেশ দেওয়া হয়েছে, ১৫ দিনের মধ্যে এই সমস্ত সিসিটিভি খতিয়ে দেখতে হবে। এছাড়াও ৩০ দিনের ফুটেজ যাতে সংরক্ষণ করা যায় তার ব্যবস্থা করতে হবে। সাধারণত যে কোনও অপরাধের কিনারার ক্ষেত্রে সিসিটিভির ভূমিকা অপরিসীম। সংশ্লিষ্ট অপরাধের ক্ষেত্রে ফুটেজ পাওয়া গেলে তদন্ত আরও সহজ হয়ে যায়।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File