Paris Olympic 2024 | লক্ষ্যর 'লক্ষ্য’ পূরণ হল না! ব্রোঞ্জ জয়ের ম্যাচে মালয়েশিয়ার কাছে পরাজিত হলেন লক্ষ্য সেন
Monday, August 5 2024, 2:07 pm
Key Highlightsছেলেদের মধ্যে প্রথম ভারতীয় হিসেবে অলিম্পিক্সে ব্যাডমিন্টনে পদক জেতার সুযোগ হারালেন লক্ষ্য সেন।
স্বপ্নজয়ের কাছে এসেও হলো না পূরণ। ছেলেদের মধ্যে প্রথম ভারতীয় হিসেবে অলিম্পিক্সে ব্যাডমিন্টনে পদক জেতার সুযোগ হারালেন লক্ষ্য সেন। মালয়েশিয়ার লি জ়ি জিয়ার বিরুদ্ধে খেলতে নেমে ২-১ গেমে হেরে গেলেন তিনি। ম্যাচের শুরুটা করেছিলেন গেম জিতে। এরপর আর একটা গেম জিতলেই তিনি ব্রোঞ্জ জিততেন। কিন্তু লক্ষ্য ভালো হলেও বিপক্ষ তাঁর থেকে আরও ভালো পারফর্ম করলেন। এদিনও প্রথম গেম জিতে যান লক্ষ্য। তবে দ্বিতীয় গেমে নিজের ছন্দে ফিরে জয় হাসিল করেন লি জ়ি।

