প্রতিরক্ষাপিছিয়ে নেবে ট্যাঙ্ক, ফিঙ্গার ৮ থেকে সম্ভবত সরবে চিনা সেনা। নজরদারি ড্রোন ও বৈঠকের মাধ্যমে।
পূর্ব লাদাখে এপ্রিল পূর্ববর্তী পরিস্থিতি ফিরিয়ে আনার চেষ্টায় কয়েকটি বিষয় সহমত হয়েছে ভারত ও চিন। সম্ভবত ফিঙ্গার ৮ থেকে সেনা সরিয়ে নেবে চিন কিন্তু ডেপস্যাং প্লেনস নিয়ে যে বিতর্ক চলছে সে ব্যাপারে এখনও কোনও সিদ্ধান্তে পৌঁছনো যায়নি। এক সরকারি আধিকারিক জানিয়েছেন, এ মাসের ৬ তারিখ চুশুলে দুপক্ষের অষ্টম রাউন্ড মিলিটারি কমান্ডার পর্যায়ের আলোচনায় ঠিক হয়েছে, তিন ধাপে ডিসএনগেজমেন্ট প্রপোজালের ওপর কাজ করবে ভারত-চিন। এর মধ্যে সেনা সরিয়ে নেওয়াও রয়েছে, তবে প্রকৃত পক্ষে কোনও কিছুই এখনও বাস্তবায়িত হয়নি। এ সপ্তাহেই সম্ভবত হবে নবম রাউন্ড আলোচনা, তবে তারিখ এখনও ঠিক হয়নি।