DVC | বর্ষায় অতিরিক্ত জল ছাড়ায় হয় বন্যা, শীতে সেই DVCরই জল দেওয়া বন্ধ! অভাব পানীয় জলের
Thursday, December 5 2024, 12:16 pm
Key Highlightsপুরনিগমের আবেদনে জল ছাড়ার পরিমাণ কিছুটা বাড়িয়েছিল ডিভিসি। কিন্তু অভিযোগ, দু’দিন জল ছাড়ার পরই জল ছাড়া একেবারেই বন্ধ করে দিয়েছে ডিভিসি।
বর্ষাকালে ডিভিসির জল ছাড়ার কারণে বঙ্গের একাধিক এলাকায় বন্যা পরিস্থিতি হয়ে গিয়েছিল বলে অভিযোগ তুলেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার অভিযোগ, জলই পাওয়া যাচ্ছে না আসানসোলে! পুরনিগমের আবেদনে জল ছাড়ার পরিমাণ কিছুটা বাড়িয়েছিল ডিভিসি। কিন্তু অভিযোগ, দু’দিন জল ছাড়ার পরই জল ছাড়া একেবারেই বন্ধ করে দিয়েছে ডিভিসি। জলবিদ্যুৎ তৈরি করতে যেটুকু জল প্রয়োজন অর্থাৎ দৈনিক গড়ে ১ হাজার একর ফিট অর্থাৎ ৫০০ কিউসেক জলই ছাড়া হচ্ছে। এর ফলে শুরু হয়েছে পানীয় জলের সঙ্কট। ইসকো আবাসনেও মিলছে না পানীয় জল।
- Related topics -
- রাজ্য
- পশ্চিমবঙ্গ
- আসানসোল
- ডিভিসি
- জল

