Kurmi Agitation | আদিবাসী হিসাবে স্বীকৃতির দাবিতে ঝাড়খণ্ডে ট্রেন রূখে প্রতিবাদ কুড়মিদের, ব্যাহত ট্রেন চলাচল

শনিবার সকাল থেকে ধানবাদের চন্দ্রপুরা স্টেশনে রেল অবরোধ করছেন তাঁরা।
আদিবাসী জনজাতি তকমা চেয়ে পুজোর মুখে রেল টেকা আন্দোলন করছেন কুড়মি সম্প্রদায়ের মানুষেরা। আন্দোলনের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে হাইকোর্ট। তবু অবরোধের আন্দোলনের সিদ্ধান্তে অনড় জঙ্গলমহলের কুড়মি সম্প্রদায়। শনিবার সকাল থেকে ধানবাদের চন্দ্রপুরা স্টেশনে রেল অবরোধে বসেছেন তাঁরা। যার জেরে ট্রেন চলাচল ব্যাহত হচ্ছে। ১৩৫৫৩ আসানসোল-বারানসী এক্সপ্রেস, ১৩৫০৩ বর্ধমান-হাতিয়া মেমু এক্সপ্রেসের যাত্রা সংক্ষিপ্ত করা হয়েছে। ১২০১৯ হাওড়া- রাঁচি শতাব্দী এক্সপ্রেসের পথ পরিবর্তন করা হয়েছে। আরও একাধিক ট্রেনের যাত্রাপথ বদলানো হয়েছে।
- Related topics -
- দেশ
- রাজ্য
- ঝাড়খন্ড
- পশ্চিমবঙ্গ