Kunal Kamra | কুণাল কামরার 'কমেডি'র আঁচ হ্যাবিট্যাট স্টুডিওতে! আইন লঙ্ঘন করার অভিযোগে স্টুডিও ভেঙে ফেলার নির্দেশ!
Monday, March 24 2025, 9:37 am
Key Highlightsআইন লঙ্ঘন করার অভিযোগে মুম্বইয়ের হ্যাবিট্যাট স্টুডিও ভেঙে ফেলছে বৃহন্মুম্বই পুরসভা!
স্ট্যান্ড আপ কমেডি শোতে একনাথ শিন্ডেকে 'গদ্দা'র বলে মজা করা নিয়ে কটাক্ষের মুখে পড়েছেন কুণাল কামরা। এই ঘটনা নিয়ে রীতিমতো উত্তাল মহারাষ্ট্রের রাজনীতি। কমেডিয়ানের বিরুদ্ধে আইনি পদক্ষেপ করা হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশ। কুণালকে ক্ষমা চাওয়ারও নির্দেশ দিয়েছেন তিনি। এদিকে খবর,আইন লঙ্ঘন করার অভিযোগে মুম্বইয়ের হ্যাবিট্যাট স্টুডিও ভেঙে ফেলছে বৃহন্মুম্বই পুরসভা! এই স্টুডিওতে কেবলমাত্র কুণাল কামরাই নন, মুনাওয়ার ফারুকির মতো কমেডিয়ানরাও স্ট্যান্ড আপ শো করেন।
- Related topics -
- দেশ
- ভারত
- মহারাষ্ট্র
- মহারাষ্ট্র পুলিশ
- মহারাষ্ট্র সরকার
- ভাইরাল
- স্ট্যান্ডআপ কমেডিয়ান
- কমেডি
- কমেডিয়ান

