Kumari Puja | রামকৃষ্ণ মিশনে হবে কুমারী পুজো! সেনাবাহিনীর তরফে নিরাপত্তার আশ্বাসের পরই বদল সিদ্ধান্ত

Monday, October 7 2024, 2:11 pm
Kumari Puja | রামকৃষ্ণ মিশনে হবে কুমারী পুজো! সেনাবাহিনীর তরফে নিরাপত্তার আশ্বাসের পরই বদল সিদ্ধান্ত
highlightKey Highlights

ঢাকার রামকৃষ্ণ মিশন সেনাবাহিনীর নিরাপত্তা নিশ্চয়তার আশ্বাসে কুমারী পুজো করার সিদ্ধান্ত নিয়েছে।


পুজোর মুখে সিদ্ধান্ত বদল, ঢাকা রামকৃষ্ণ মিশনে হবে কুমারী পুজো। আগে ঢাকা রামকৃষ্ণ মঠ ও মিশন কর্তৃপক্ষের তরফে বলা হয়, এ বার সেখানে কুমারী পুজো হবে না। তবে, বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকার উজ জামানের কাছ থেকে নিরাপত্তা নিয়ে আশ্বাস পাওয়ার পরেই এই সিদ্ধান্ত বদল করা হয়েছে। ঢাকা রামকৃষ্ণ মিশনের, চলতি বছরের পুজোর দায়িত্বপ্রাপ্ত স্বামী হরিপ্রেমানন্দ (স্বপন মহারাজ) বলেন, ‘সেনাবাহিনীর অনুরোধেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’ পুজোর দিনগুলিতে মিশনের নিরাপত্তার দায়িত্ব নিচ্ছে সেনাবাহিনী বলেও জানান তিনি।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File

লেটেস্ট আপডেট