রাজ্য

Krishnanagar | কৃষ্ণনগরে ছাত্রী খুনে গুন্ডা যোগ, গুজরাট থেকে পাকড়াও দেশরাজের মামা

Krishnanagar | কৃষ্ণনগরে ছাত্রী খুনে গুন্ডা যোগ, গুজরাট থেকে পাকড়াও দেশরাজের মামা
Key Highlights

কৃষ্ণনগরে ছাত্রী খুনে এখনও পর্যন্ত অধরা দেশরাজ সিং। তাঁর খোঁজে উত্তরপ্রদেশেও চলেছে তল্লাশি।

গত ২৬ অগস্ট দুপুর দুটো নাগাদ কৃষ্ণনগরে বাড়িতে ঢুকে ঈশিতা মল্লিকের বাড়িতে ঢুকে তাঁর মাথায় গুলি করে পালিয়ে যায় দেশরাজ। এখনও অধরা অভিযুক্ত দেশরাজ সিং। দেশরাজের খোঁজে সাচ ওয়ারেন্ট নিয়ে উত্তরপ্রদেশে চলছে তল্লাশি। তদন্তকারীরা জানতে পেরেছেন এ ঘটনায় দেশরাজের মামার সহযোগিতা রয়েছে। দেশরাজের কাকার ছেলে নীতিন প্রতাপ সিং ফোনের সূত্র ধরেই কুলদীপের সন্ধান মিলেছে। রবিবার কুলদীপকে গ্রেফতার করে দমদমে নিয়ে এসেছে কলকাতা পুলিশ। কুলদীপ উত্তর প্রদেশের কুখ্যাত দাঙ্গাল মঙ্গল গোষ্ঠীর ঘনিষ্ঠ আত্মীয়।