Jagadhatri Puja 2024 | অনুমতি না মেলায় হয়নি ১১২ ফুটের দুর্গার পুজো, এবার তারাই বানালেন কৃষ্ণনগরের ৭০ ফুটের জগদ্ধাত্রী প্রতিমা
Thursday, November 7 2024, 4:47 pm
Key Highlights
নদিয়ার রানাঘাটের কামালপুরে যে শিল্পীরা ১১২ ফুটের দুর্গা প্রতিমা তৈরি করেছিলেন, তাঁরাই এবার কৃষ্ণনগর সন্ধ্যা মাঠপাড়ায় ৭০ ফুটের জগদ্ধাত্রী তৈরি করছেন
দুর্গাপুজো, কালীপুজো কাটিয়ে এবার জগদ্ধাত্রী পুজোয় মেতে গত বাংলা। বিশ্বখ্যাত চন্দননগরের জগদ্ধাত্রী পুজো। তবে এবার উন্মাদনার পারদ চড়ছে কৃষ্ণনগরে ৭০ ফুটের জগদ্ধাত্রী প্রতিমা নিয়ে! এই প্রতিমা ফাইবার গ্লাসের তৈরি। নদিয়ার রানাঘাটের কামালপুরে যে শিল্পীরা ১১২ ফুটের দুর্গা প্রতিমা তৈরি করেছিলেন, তাঁরাই এবার কৃষ্ণনগর সন্ধ্যা মাঠপাড়ায় ৭০ ফুটের জগদ্ধাত্রী তৈরি করছেন। এর জন্য খরচ হয়েছে প্রায় ২৫ লক্ষ টাকা। পুজো উদ্যোক্তারা জানান, তাঁদের পুজোয় কোনও স্পনসর নেই। ফাঁকা মাঠের মধ্যে এই পুজো হওয়ায় অনুমতিও মিলেছে।
- Related topics -
- উৎসব ২০২৪
- পুজো ও উৎসব
- জগদ্ধাত্রী পুজো
- কৃষ্ণনগর