Korba-Visakhapatnam Express । কোরবা-বিশাখাপত্তনম এক্সপ্রেসে অগ্নিকান্ড! জ্বলতে থাকে ট্রেনের তিনটি কামরা
Sunday, August 4 2024, 9:15 am
Key Highlightsঅন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনম স্টেশনে দাঁড়িয়ে থাকা কোরবা-বিশাখাপত্তনম এক্সপ্রেস ট্রেনে আগুন লেগে যায়।
আবারও দুর্ঘটনার শিকার রেল। এবার এক্সপ্রেস ট্রেনে লাগলো আগুন। অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনম স্টেশনে দাঁড়িয়ে থাকা কোরবা-বিশাখাপত্তনম এক্সপ্রেস ট্রেনে আগুন লেগে যায়। জ্বলতে থাকে ট্রেনের তিনটি কামরা। আগুন লাগার সঙ্গে সঙ্গেই এক্সপ্রেস ট্রেনের কামরাগুলি খালি করে দেওয়া হয় বলে খবর। ফলে এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর মেলেনি। প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, এক্সপ্রেসের একটি বাতানুকূল কামরায় আগুন লেগে যায়। এরপর সেই আগুন হু হু করে ছড়িয়ে পড়তে শুরু করে পাশের কামরাগুলিতেও। কালো ধোঁয়ায় ঢেকে যায় স্টেশন চত্বর।
-  Related topics - 
 - ভারতীয় রেল
 - ট্রেন
 - অগ্নিকান্ড
 - ট্রেন দুর্ঘটনা
 

 