কু-নির্মাতার দাবি কু অ্যাপের বিরুদ্ধে ব্যক্তিগত তথ্য ফাঁস এবং চিনা সংযোগের অভিযোগ ভিত্তিহীন

Friday, February 12 2021, 11:56 am
highlightKey Highlights

ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য ফাঁস এবং চিনা সংযোগের অভিযোগ উঠেছিল কু অ্যাপের বিরুদ্ধে। কিন্তু এই অভিযোগের কথা অস্বীকার করেছেন অ্যাপটির অন্যতম নির্মাতা। বলেছেন, ব্যবহারকারীর ইমেল প্রকাশ হয়ে যাচ্ছিল। কিন্তু সেই সমস্যার সমাধান তাঁরা করে ফেলেছেন।বহু মন্ত্রী এবং সেলেবদের প্রচার এবং কু-এ নাম নথিভুক্ত হওয়ার কারণে গত কয়েক দিনে তীব্র গতিতে বেড়েছে এই অ্যাপের ব্যবহারকারীর সংখ্যা। ঠিক এমনই সময় ফরাসি এক নেট-নিরাপত্তা সংস্থার তদন্তে ধরা পড়ে ভারতীয় এই মাইক্রো-ব্লগিং অ্যাপটির কিছু সমস্যা। ফরাসি সংস্থাটির প্রধান দাবি করেন, যে কোনও ব্যবহারকারীর ইমেল, ফোন নম্বর, লিঙ্গ-সহ অন্য কিছু ব্যক্তিগত তথ্য সহজেই যে কেউ জেনে নিতে পারেন কু থেকে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File