Chess World Cup Final | দাবা বিশ্বকাপ ফাইনাল জমজমাট, মুখোমুখি দুই ভারতকন্যা কোনেরু হাম্পি ও দিব্যা দেশমুখ
Friday, July 25 2025, 8:16 am

শেষ পর্যন্ত ৫:৩ জিতে হাম্পিই পৌঁছন ফাইনালে। বিশ্বকাপ ফাইনালে এ বার দিব্যা বনাম হাম্পি।
প্রথমবারের জন্যে মেয়েদের দাবা বিশ্বকাপ ফাইনালে মুখোমুখি হতে চলেছেন দুই ভারতীয়। একদিন আগেই প্রথম ভারতীয় হিসেবে বিশ্বকাপ ফাইনালে উঠেছেন দিব্যা দেশমুখ। বৃহস্পতিবার র্যাপিড টাইব্রেকারে লেই তিংজিয়েকে হারিয়ে ক্যান্ডিডেটস দাবার টিকিট নিশ্চিত করলেন কোনেরু হাম্পি। ১০ প্লাস ১০ র্যাপিড টাইব্রেকারের প্রথম গেমে হারলেও শেষে ৫:৩ পয়েন্টে চীনা গ্রান্ডমাস্টারকে হারিয়েছেন হাম্পি। এই জয়ের ফলে বিশ্বকাপে দিব্যা বনাম হাম্পি লড়াই দেখবে বিশ্ব। যার অর্থ, প্রথমবার মেয়েদের বিশ্বকাপ ঝুলিতে পুরতে চলেছে ভারত।