Billiards | বিলিয়ার্ডসে জয়জয়কার কলকাতার, ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ জিতলেন কলকাতার সৌরভ কোঠারি!

Thursday, April 17 2025, 6:38 am
Billiards | বিলিয়ার্ডসে জয়জয়কার কলকাতার, ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ জিতলেন কলকাতার সৌরভ কোঠারি!
highlightKey Highlights

পঙ্কজ আডবানীকে হারিয়ে বিলিয়ার্ডস ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন জিতলেন কলকাতার সৌরভ কোঠারি।


ওয়ার্ল্ড বিলিয়ার্ড চ্যাম্পিয়নশিপে গতকাল ভারতের মুখোমুখি হয়েছিল ভারতই। বুধবার আয়ারল্যান্ডে আয়োজিত বিলিয়ার্ডস ফাইনালে ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন জিতলেন কলকাতার সৌরভ কোঠারি। তার বিপক্ষে খেলেছিলেন ভারতের পঙ্কজ আডবানী। ৪৯০এর সর্বোচ্চ ব্রেক নিয়ে ফাইনাল খেলতে বসেন সৌরভ কোঠারি। ৭২৫: ৪৮০ পয়েন্টে পঙ্কজ আডবানীকে হারিয়ে চ্যাম্পিয়ন হলেন সৌরভ। এই নিয়ে তিনবার তিনি বিলিয়ার্ডস ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ জিতলেন। উল্লেখ্য, সৌরভের বাবাও বিলিয়ার্ডে ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন ছিলেন।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File