ভোটের আগে রদবদল, কলকাতার পুলিশ কমিশনার অনুজের জায়গায় নতুন সিপি হচ্ছেন সৌমেন মিত্র
Thursday, December 21 2023, 2:26 pm

কলকাতার নতুন সিপি হচ্ছেন সৌমেন মিত্র। ভোটের আগে বদলাচ্ছে কলকাতার পুলিশ কমিশনার। অনুজ শর্মার জায়গায় নতুন সিপি হচ্ছেন সৌমেন মিত্র। একই পদে তিন বছর থাকলেই বদলি, জানালেন মুখ্যমন্ত্রী। অতীতে কমিশনের কোপে পড়া অফিসারদের আগেই বদলি। ভোটের কোনও কাজে সেই অফিসারদের ব্যবহার নয়৷ সূত্র মারফত এমনটাই জানানো হয়েছে৷ এডিজি-সিআইডি হচ্ছেন অনুজ শর্মা৷ এডিজি আইনশৃঙ্খলা হতে পারেন জাভেদ শামিম৷ ব্যারাকপুরের পুলিশ কমিশনার হতে পারেন অজয় নন্দ৷ এডিজি-সিআইএফ হতে পারেন মনোজ ভর্মা৷
- Related topics -
- রাজ্য
- কলকাতা পুলিশ
- শহর কলকাতা