Air Pollution | কলকাতার বায়ু দূষণের মাত্রা সন্তোষজনক হলেও কার্যত একেবারে বর্ডারলাইনে

Tuesday, November 12 2024, 4:43 am
Air Pollution | কলকাতার বায়ু দূষণের মাত্রা সন্তোষজনক হলেও কার্যত একেবারে বর্ডারলাইনে
highlightKey Highlights

কালীপুজো, দীপাবলি, ছটপুজোর পর কলকাতার বায়ু দুষণের মাত্রা রয়েছে একেবারে বর্ডারলাইনে।


উৎসবের মরশুমে প্রত্যেক বছর চিন্তার কারণ হয়ে ওয়েহে বায়ু দূষণ। কেবল দিল্লি নয়, বায়ু দূষণ নিয়ে চিন্তা বাড়াচ্ছে শহর কলকাতাও। রিপোর্ট অনুযায়ী, কালীপুজো, দীপাবলি, ছটপুজোর পর কলকাতার বায়ু দুষণের মাত্রা রয়েছে একেবারে বর্ডারলাইনে। পরিসংখ্যান বলছে বিড়লা ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড টেকনোলজিকাল মিউজিয়াম সংলগ্ন এলাকায় বাতাসের মান সন্তোষজনক ৯৯। ভিক্টোরিয়া মেমোরিয়ালের কাছে বাতাসের মান ৯৩ সন্তোষজনক। রবীন্দ্র সরোবরের কাছে বাতাসের মান ৫৯, সন্তোষজনক। ফোর্ট উইলিয়ামের কাছে বাতাসের মান ৯২( সন্তোষজনক)। যাদবপুরের কাছে বাতাসের মান ৯০( সন্তোষজনক)। 




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File