আবহাওয়াউত্তরবঙ্গ ভাসছে প্রবল বৃষ্টিতে, ১৫ অগাস্ট অবধি বৃষ্টিপাতের সম্ভাবনা জানালো IMD

১২ থেকে ১৫ অগাস্ট পর্যন্ত উত্তরবঙ্গে ব্যাপক বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। এদিকে বৃহস্পতিবার থেকেই ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের সাক্ষী হয়েছে উত্তরবঙ্গের জেলাগুলি। ব্যাপক বৃষ্টির জেরে আবারও ধস নামে ১০ নম্বর জাতীয় সড়কে । শুক্রবারও ভারী বৃষ্টিপাতের সাক্ষী হয়েছে পাহাড়ি অঞ্চল। উত্তরবঙ্গের একাধিক অঞ্চলে কমলা সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।