ঘূর্ণিঝড়ের ‘প্রভাব’ পড়লো বঙ্গেও, কলকাতায় শীঘ্রই আবহাওয়ার পরিবর্তন ঘটবে
দক্ষিণবঙ্গে জেলায় জেলায় পারদ নামতে শুরু করেছে। ঘূর্ণিঝড়ের কাঁটা দূর হতেই উত্তুরে হাওয়ার দাপট বাড়বে বঙ্গে।
আগামী কয়েকদিনে রাজ্যে শীতের অনুভূতি বাড়তে চলেছে বলে জানিয়েছে হাওয়া অফিস। উপরের পাঁচটি জেলায় বিশেষ করে দার্জিলিং, কালিম্পংয়ে পারদ ১০ ডিগ্রি সেলসিয়াসের নীচে ঘোরাফেরা করছে। হাওয়া অফিস জানাচ্ছে, আগামী কয়েকদিনে শীতের এই শিরশিরানি আরও বাড়বে।
শুক্রবার কলকাতা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৭ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম৷ সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫.৬ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিক৷ বাতাসে আপেক্ষিক আর্দ্রতা ছিল ৯২ শতাংশ৷
এদিকে শনিবার ভোরের দিকে কলকাতার তাপমাত্রা ছিল ১৮ ডিগ্রি সেলসিয়াস ছিল। যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি সেলসিয়াস বেশি। হাওয়া অফিসের তথ্য অনুযায়ী, শনিবার কলকাতা ও পার্শ্ববর্তী অঞ্চলের সর্বোচ্চ তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি ঘোরাফেরা করবে।
আলিপুর আবহাওয়া অফিস সূত্রে খবর, আগামী তিন দিন অর্থাৎ, সোমবার পর্যন্ত তাপমাত্রায় খুব একটা হেরফের হবে না। হাওয়া অফিস আরও জানিয়েছে, সোমবারের পর থেকে ধীরে ধীরে আবার কলকাতার পারদ ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পতন ঘটবে।
- Related topics -
- আবহাওয়া
- আলিপুর আবহাওয়া দপ্তর
- ঘূর্ণিঝড়
- আবহাওয়া দফতর
- রাজ্য