Kolkata Traffic | বুধের সকালে মহানগরে একাধিক মিটিং-মিছিল, যানজট এড়াতে জেনে নিন আজকের ট্রাফিক আপডেট

Wednesday, July 16 2025, 4:00 am
highlightKey Highlights

বুধবার কলকাতায় রয়েছে একাধিক মিটিং-মিছিল। বিশাল জনসমাগমের কথা মাথায় রেখে সকাল থেকেই বেশ কিছু রাস্তায় ট্রাফিক নিয়ন্ত্রণ করা হবে।


কলকাতা ট্রাফিক পুলিশ জানাচ্ছে, আজ বুধবার বেলা ১টায় কলেজ স্কোয়ার থেকে ডোরিনা ক্রসিং পর্যন্ত একটি মিছিল হবে। সকাল ১০টা থেকেই কলেজ স্কোয়ার থেকে শুরু হয়ে নির্মলচন্দ্র দে স্ট্রিট, রফি আহমেদ কিদওয়াই রোড, এসএন ব্যানার্জি রোড, ডোরিনা ক্রসিং অবধি ট্রাফিক নিয়ন্ত্রণ করা হবে। বিকল্প রাস্তা হিসেবে শিয়ালদহ থেকে এমজি রোড, রাজাবাজার, বেকবাগান, পার্ক স্ট্রিট, শেক্সপিয়র সরণি দিয়ে যাতায়াত করা যাবে। দুপুর ৩টায় ভাঙর ব্রিজের কাছে আরেকটি মিছিল রয়েছে। বেলা বাড়লে ট্রাফিকের চাপ বাড়বে বলেও জানাচ্ছে কলকাতা ট্রাফিক পুলিশ।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File