Kolkata Traffic | দুর্গাপুজোর কার্নিভালের জেরে বন্ধ রেড রোড, শহরের একাধিক রাস্তায় যান নিয়ন্ত্রণ পুলিশের

১০৬টি পুজো কমিটির প্রতিমা কার্নিভালে অংশগ্রহণ করবে। বন্ধ থাকবে রেড রোড। একাধিক রাস্তায় যান নিয়ন্ত্রণ করবে পুলিশ।
আজ রেড রোডে দুর্গাপুজোর কার্নিভাল। কলকাতা পুলিশ জানিয়েছে, আজ রেড রোড-সহ সংলগ্ন কিছু রাস্তায় যান চলাচল পুরোপুরি বন্ধ থাকবে। রবিবার, দুপুর ১২টা থেকে ৪টে পর্যন্ত এজেসি বোস রোড, নিউ রোড, লাভার্স লেন দিয়ে পণ্যবাহী গাড়ি যেতে দেওয়া হবে না। এজেসি বোস রোড ধরে এক্সাইড ক্রসিং থেকে হেস্টিংস ক্রসিং, নিউ রোড, ডাফরিন রোড, লাভার্স লেন, রেড রোড পর্যন্ত সকল ধরনের পণ্যবাহী গাড়ি চলাচল দুপুর ১২টা থেকে দুপুর ৩টে পর্যন্ত বন্ধ থাকবে। কার্নিভাল শেষ না হওয়া অবধি খিদিরপুর রোডে যান চলাচল বন্ধ থাকবে।