আবহাওয়া

গরম থেকে স্বস্তি, শহরে বজ্র-বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে হাওয়া অফিস

গরম থেকে স্বস্তি, শহরে বজ্র-বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে হাওয়া অফিস
Key Highlights

গ্রীষ্মের জ্বালাপোড়া দহন কমাতে আসছে স্বস্তির বৃষ্টি। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, রবিবার শহরে বজ্র-বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এতে খানিক স্বস্তি মিললেও, তাপমাত্রার খুব একটা হেরফের হওয়ার সম্ভাবনা নেই। হাওয়া অফিস জানিয়েছে, এদিন শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৬ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। সর্বনিম্ন তাপমাত্রা থাকার কথা ২৬ ডিগ্রি সেলসিয়াস। উল্লেখ্য, শনিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬.৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের তুলনায় ২ ডিগ্রি বেশি। সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.৫ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি। গতকাল বাতাসে আদ্রতার পরিমাণ যথাক্রমে ৮৯ এবং ২৪ শতাংশ ছিল।