ত্রিমুখী তদন্ত কয়লাঘাট বিল্ডিংয়ের অগ্নিকাণ্ডে, লিফট খোলা মাত্রই ঝলসে দেয় আগুন

Thursday, December 21 2023, 2:26 pm
ত্রিমুখী তদন্ত কয়লাঘাট বিল্ডিংয়ের অগ্নিকাণ্ডে, লিফট খোলা মাত্রই ঝলসে দেয় আগুন
highlightKey Highlights

কয়লাঘাট বিল্ডিংয়ের অগ্নিকাণ্ডে, রেলের ওই বহুতলের ভারপ্রাপ্তদের বিরুদ্ধে গাফিলতির জেরে মৃত্যু। ৩০৪এ ধারা অভিযোগে মামলা রুজু করল লালবাজার। এর সঙ্গে দমকলের ধারাও যুক্ত করা হয়েছে। তদন্তের জন্য গড়া হয়েছে গোয়েন্দা বিভাগের বিশেষ তদন্ত দলও। তদন্ত কমিটি গড়ার কথা জানিয়েছে রেলও। সোমবার রাতের অগ্নিকাণ্ডে ন’জন মারা গিয়েছেন। মঙ্গলবার সব মৃতদেহের ময়না-তদন্ত হয়। ফরেন্সিক দল দুপুরে ঘটনাস্থলে যায়। প্রাথমিক ভাবে পুলিশ জেনেছে, বহুতলের চোদ্দোতলার সার্ভার রুম থেকেই প্রথমে আগুন লেগেছিল। পরে তা দ্রুত ছড়িয়ে পড়ে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই এই ঘটনায় ক্ষতিপূরণ ঘোষণা করেছেন।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File