Kolkata Rain | ভেঙেছে ৫ বছরের রেকর্ড! স্বাভাবিকের থেকে ৬৪ শতাংশ বেশি বৃষ্টি হয়েছে কলকাতায়!

Tuesday, July 29 2025, 3:28 pm
highlightKey Highlights

হাওয়া অফিস বলছে, গত পাঁচ বছরের মধ্যে চলতি বছরের জুলাই মাসের এখনও পর্যন্ত রেকর্ড বৃষ্টি হয়েছে কলকাতায়, পরিমাণ ৫৯৩.৬ মিলিমিটার।


জুলাই মাস পড়তেই বেড়েছে বৃষ্টির দাপট। সকাল বিকেল সন্ধ্যা, প্রায় সারাক্ষণ বৃষ্টিতে বিরক্ত বহু মানুষ। এদিকে জলমগ্ন গোটা কলকাতা। হাওয়া অফিস বলছে, গত পাঁচ বছরের মধ্যে চলতি বছরের জুলাই মাসের এখনও পর্যন্ত রেকর্ড বৃষ্টি হয়েছে কলকাতায়, পরিমাণ ৫৯৩.৬ মিলিমিটার। অর্থাৎ চলতি বছরে জুলাই মাসে এখনও পর্যন্ত কলকাতায় স্বাভাবিকের থেকে ৬৪ শতাংশ বেশি বৃষ্টিপাত হয়েছে। গত বছর জুলাই মাসে কলকাতায় বৃষ্টিপাত হয়েছিল ৩২৮.৪ মিলিমিটার। কেবল কলকাতাই নয়, দক্ষিণবঙ্গেও ২৮ জুলাই পর্যন্ত স্বাভাবিকের থেকে ১৯ শতাংশ বেশি বৃষ্টি হয়েছে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File