Kolkata Flood | জলমগ্ন কলেজ স্ট্রিট থেকে বর্ণপরিচয় মার্কেট, জলে ভাসছে বই, হাহাকার প্রকাশকদের

Tuesday, September 23 2025, 3:45 pm
highlightKey Highlights

কলকাতার বৃষ্টিতে জলমগ্ন কলেজ স্ট্রিট, ঠনঠনিয়া, আমহার্স্ট স্ট্রিট, বর্ণপরিচয় মার্কেট, নষ্ট হয়েছে শয়ে শয়ে বই।


সোমবার এক রাতের বৃষ্টিতে জলমগ্ন কলকাতার কলেজ স্ট্রিট, ঠনঠনিয়া, আমহার্স্ট স্ট্রিট, বর্ণপরিচয় মার্কেট। বই, ফর্মা, ম্যাগাজিন, সাদা কাগজ মিলিয়ে কয়েক কোটি টাকার ক্ষতি বইপাড়ার। প্রবীণ প্রকাশক ত্রিদিব চট্টোপাধ্যায়ের কথায়, ‘পত্রভারতীয় প্রায় ১০-১২ লক্ষ টাকার ক্ষতি হয়ে গিয়েছে। গোডাউন, শোরুম সবই জলের তলায়। ভয়ঙ্কর অবস্থা। আসলে এটা একেবারেই অপ্রত্যাশিত। কত বই নীচে পড়ে ছিল। সমস্ত বই জলে শেষ।’ ধানসিড়ি প্রকাশন তাদের ফেসবুক পেজে লিখেছে, ‘পুজোর আগের এই ধাক্কা সামলে ওঠা সত্যিই কষ্টের। ....জলে ভাসছে বই।’




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File