IPL 2025 | ৬ এপ্রিল ইডেনে ম্যাচ ঘিরে বাড়ছে দুশ্চিন্তা, কলকাতা বনাম লখনউ ম্যাচে পুলিশের হস্তক্ষেপ

৬ এপ্রিল ইডেনে আইপিএলের ম্যাচ ঘিরে আচমকাই অনিশ্চয়তা। রামনবমীর কারণে পর্যাপ্ত পুলিশি নিরাপত্তা দিতে পারবে না কলকাতা পুলিশ।
২২ মার্চ থেকে শুরু হচ্ছে ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ। ইডেন গার্ডেন্সে কলকাতা নাইট রাইডার্স বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ম্যাচ দিয়ে শুরু হচ্ছে এ বারের টুর্নামেন্ট। ইতিমধ্যেই অধিনায়কের নাম ঘোষণা করে দিয়েছে কেকেআর। এরই মাঝে কপালে ভাঁজ আইপিএল কতৃপক্ষের। আসলে, ৬ এপ্রিল ইডেন গার্ডেন্সে লখনউ সুপার জায়ান্টসের মুখোমুখি হবে কেকেআর। এই ম্যাচ ঘিরেই জটিলতা বাড়ছে। সিএবিকে চিঠি দিয়ে কলকাতা পুলিশ জানিয়েছে রামনবমীর কারণে ৬ এপ্রিল পর্যাপ্ত পুলিশি নিরাপত্তা দিতে পারবে না পুলিশ।