কলকাতা থেকে ১৪১ বছরের 'প্রৌঢ়' ট্রাম পথ তুলে দেওয়ার প্রস্তাব কলকাতা পুলিশের

Monday, October 18 2021, 4:59 am
highlightKey Highlights

যানজট নিয়ন্ত্রণে রাখতে শ্যামবাজার পাঁচ মাথা ও শিয়ালদহ ফ্লাইওভার সহ কলকাতার ২৪টি এলাকা থেকে পরিবেশ বান্ধব ট্রামকে চিরদিনের জন্য বিদায় দিতে চায় কলকাতা পুলিশ। কলকাতা পুলিশের প্রস্তাব, শ্যামবাজার পাঁচ মাথার মোড় থেকে ট্রাম লাইন তুলে দিয়ে পার্কিং স্পেস তৈরি করে কলকাতা পুরসভাকে দায়িত্ব দেওয়া যেতে পারে। কারণ এই সংযোগ স্থলকে কেন্দ্র করে তিনশো মিটার জায়গা মিলবে। পশ্চিমবঙ্গ পরিবহণ নিগম অবশ্য পুলিশের এই প্রস্তাব মানতে নারাজ। তাদের দাবি, এই সব এলাকায় সাময়িকভাবে ট্রাম বন্ধ রাখার অন্যতম কারণ বেলগাছিয়া ব্রিজ ও শিয়ালদহ ফ্লাইওভার মেরামতি। যা সম্পূর্ণ হলেই ট্রাম ট্র্যাক সংস্কারের কাজে হাত দিয়ে পরিবেশ বান্ধব ট্রামকে চালু করতে চায় এই পথগুলিতে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File