করোনা পরিস্থিতিতে এবার 'Work From Home' চালু হতে চলেছে কলকাতা পুলিশ বিভাগেও
Thursday, December 21 2023, 2:26 pm
Key Highlights
কোভিড পর্বে বেশকিছু বেসরকারি এবার সরকারি প্রতিষ্ঠানই নিজেদের কাজকর্ম চালিয়ে নিয়ে যেতে অবলম্বন করেছেন 'Work From Home' পন্থা। অর্থাৎ বাইরে না বেরিয়েই সংক্রমণ এড়াতে নিজেদের বাড়িতে বসেই কাজ করছেন তাঁরা। এবার সেই পথেই হাঁটবে কলকাতা পুলিশ বিভাগও। ইতিমধ্যেই করোনার দ্বিতীয় ঢেউয়ে প্রাণ হারান কলকাতা পুলিশের মোট আটজন কর্মী ও অফিসার। যাদের মধ্যে ছ'জন পুলিশকর্মী এবং দু'জন প্রশাসনিক কর্মী ছিলেন। তাই এই পরিস্থিতিতে যাতে শহরের বিভিন্ন থানার ওসি এবং অতিরিক্ত ওসিরা সপ্তাহে অন্তত একদিন করে Work From Home করতে পারেন, সেই ভাবনাচিন্তা শুরু হয়েছে।
- Related topics -
- রাজ্য
- কলকাতা পুলিশ
- ওয়ার্ক ফ্রম হোম
- করোনা নতুন স্ট্রেন
- কোভিড ১৯
- করোনা পরিস্থিতি
- শহর কলকাতা